in , ,

ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ আফ্রিকান আরও এক ক্রিকেটার

ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করার ঘটনা ক্রিকেটে নতুন নয়। ২০০৫ সালে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ওয়াইন পারনেল ইসলাম গ্রহণ করেন। এর এক দশক পর ইসলাম ধর্মের অনুসারী হয়েছেন আরেক প্রোটিয়া ক্রিকেটার বিয়র্ন ফরটুইন। ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন এই তথ্য।

মুসলিম হওয়ার পর নিজের নামেও পরিবর্তন এনেছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের এই নিয়মিত সদস্য। ২৬ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার নিজের নতুন নাম রেখেছেন ইমাদ। তার স্ত্রী অনেক আগে থেকেই ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। তবে তার এ সিদ্ধান্তে তার স্ত্রীর কোনো হাত ছিল না।
তিনি জানিয়েছেন এ নিয়ে নিজ থেকেই আগ্রহ সৃষ্টি হয়েছিল তার। ইসলাম গ্রহণের পর ফরটুইন বেশ কিছু ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন। সেসব শেয়ারে দেখা যায় তাকে অভিনন্দন জানাচ্ছেন বন্ধুরা। তেমনই একটা শেয়ারে দেখা যায়, ‘গতকাল রাতে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, রমজান মাসে ঘটল এটা। সে তার নাম রেখেছে ইমাদ, তোমাকে নিয়ে আমার বেশ গর্ব হচ্ছে।’ তিনি আরেকটা স্ক্রিনশটও পোষ্ট করেছেন, যাতে তাকে অভিনন্দন জানানো হয়েছে। সে ছবিটায় তিনিও প্রত্যুত্তরে ধন্যবাদ জানিয়েছেন।

২০১৯ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা ফরটুইনের। জাতীয় দলের হয়ে খেলেছেন ৭ টি-টোয়েন্টি ও এক ওয়ানডে।

হাওরে ধানের ঝুঁকি কমাতে আগাম জাতের ধানের চাষে গুরুত্ব দেয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

ভারত-বাংলাদেশের সীমান্ত বন্ধ ঘোষণা