in ,

এবার সাকিব-শিশিরের কোলে এলো পুত্র সন্তান

তৃতীয় সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। দুই কন্যা সন্তানের পর এবার উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। সাকিবের পারিবারিক সূত্রের খবর, ছেলে এবং মা দুজনেই সুস্থ রয়েছেন।
তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন সেটি আগেই জানান বাংলাদেশ দলের সেরা তারকা সাকিব। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর থেকেও ছুটি নেন তিনি।
গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃতীয় সন্তানের সুসংবাদ দেন সাকিব। অফিশিয়াল ফেসবুক পেজে নিজের ও তার গর্ভবতী স্ত্রী শিশিরের একটি ছবি পোস্ট করে লিখেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
এর আগে গত বছর ২৪শে এপ্রিল সাকিব-শিশিরের ঘরে দ্বিতীয় সন্তান ইররাম হাসানের জন্ম হয়। ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। বিয়ের তিন বছর পর প্রথম সন্তান আলাইনার জন্ম হয়।

রাজধানীতে পুলিশের সঙ্গে গার্মেন্ট শ্রমিকদের সংঘর্ষ

চির বিদায় নিলেন ব্যারিস্টার মওদুদ