মোঃ আহাদ ইসলাম, নিজস্ব প্রতিবেদক, কুয়েত
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কুয়েত ছাত্রলীগের পার্টি অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে কুয়েত শাখা ছাত্রলীগ।
শ্রদ্ধা জানাতে এ সময় উপস্থিত ছিলেন কুয়েত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন খান অভি, উপ-প্রচার বিষয়ক সম্পাদক আহাদ ইসলাম, উপ-দপ্তর সম্পাদক শেখ রাসেল, সহ সম্পাদক এস এ শামীম, সহ সম্পাদক হিমু তালুকদার সহ দলের সকল নেতাকর্মী।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে উদযাপন করা হচ্ছে আজকের দিনটিকে।
এদিকে দীর্ঘ প্রায় এক বছর পর গণভবন থেকে বের হয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।