in ,

‘ওকে আউট করা মেয়ে পটানোর মতো’

বছরের শেষ ভাগে শুরু হবে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মর্যাদার অ্যাশেজ যুদ্ধ। তার আগেই বরাবরের মতো কথার লড়াই শুরু হয়ে গেছে। এবার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস লাবুশেনকে খোঁচা দিলেন ইংল্যান্ডের পেস আক্রমণের সেরা অস্ত্র জেমস অ্যান্ডারসন।

কয়েক দিন আগে কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার আর গ্ল্যামারগনের মধ্যে ম্যাচ চলছিল। সেই ম্যাচে অ্যান্ডারসনের আউট সুইং বলে খোঁচা দিয়ে মাত্র ১২ রানেই সাজঘরে ফিরে যান অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

তার উইকেটটি নিয়ে অন্যরকম অনুভূতি হয়েছে ইংলিশ পেসারের। বিবিসি পডকাস্টে অ্যান্ডারসন বলেন, ‘মার্নাস লাবুশেনের সামনে বোলিং বারের কোনও মেয়েকে মুগ্ধ করার মতো। আপনি যখন বোলিং করেন, আপনি ব্যাটসম্যানের সামনে ভালো কিছু ছাপ রেখে যেতে চান। আমি খুব তাড়াতাড়িই তার উইকেটটি পেয়েছিলাম। আগে কখনও তার বিপক্ষে বোলিং করিনি।’

ইংলিশ পেসার সঙ্গে যোগ করেন, ‘এটা এমন যে আপনি কোনও মেয়েকে একটি ক্লাবে দেখেন এবং তাকে পটাতে চান। সেই সময় আপনার পাগুলি চলতে শুরু করে, তবে আপনার জুতো মাটিতে আটকে যায়।’

দিন কয়েক আগে ইংলিশ ব্যাটসম্যান জো রুট জানিয়েছিলেন, তারা এবার অ্যাশেজে অস্ট্রেলিয়াকে নাকাল করতে চান। এবার টেস্টে ৬১৪ উইকেটের মালিক অ্যান্ডারসন প্রতিপক্ষ শিবিরে নতুন করে চাপ বাড়াতেই বোধ হয় সামনে আনলেন লাবুশেনকে।

আদালতে নেওয়া হয়েছে সাংবাদিক রোজিনাকে

রিমান্ড খারিজ করে কারাগারে পাঠানো হলো সাংবাদিক রোজিনাকে