in

করোনা আক্রান্ত শিল্পার পরিবার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির পরিবারের ছয় সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আছেন তার স্বামী রাজ, দুই সন্তান সামিসা ও ভিয়ান, তার মা এবং শিল্পার শ্বশুড়-শ্বাশুড়ি।

শিল্পা নিজেই তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম একাউন্টে এসব তথ্য জানান। পরিবারের সদস্যদের বাইরে তার বাড়ির দুই কর্মচারীও করোনায় আক্রান্ত হয়েছেন, তবে শিল্পার রিপোর্ট নেগেটিভই এসেছে। শিল্পা লিখেছেন, গত ১০ দিন ধরে আমাদের পরিবারের খুব কঠিন সময় যাচ্ছে।

তারা সবাই বাড়িতে নিজের রুমে আইসোলেশনে আছে এবং ডাক্তারের পরামর্শ ফলো করছে। বাড়ির দুই স্টাফও করোনা পজিটিভ। তারা মেডিকেল ফ্যাসিলিটিতে চিকিৎসা নিচ্ছে।তবে আমার টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। প্লিজ মাস্ক পরুন এবং সতর্ক থাকুন।

ঈদে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না শিক্ষক-কর্মকর্তারা

২০২২ সালের আগে খুলছে না অস্ট্রেলিয়ার পর্যটনকেন্দ্র