—ইসরাত জাহান
জোবেদা বানু, চাকরী করেন, কোম্পানীটা ছোট
বস হেসে কয়, বাড়বে বেতন অত কি আর খাটো?
এইতো সেদিন, ছেলের অসুখ, বলেই নিলে ছুটি
যখন খুশি, কামাই করো, বেতন কি আর কাটি?
ওভারটাইম এ আসতে হলে, আরো হাজার নক্তা
অজুহাতে, জোবেদা বানু, তুমি প্রধান বক্তা।
বকা খেয়ে অফিসেরই, টেবিলে বসে ভাবে
বাসা-অফিস, সামলে চলেও, কথাই শুনতে হবে।
বাসায় গেলেও কাজের পরে, বাড়ীর লোকে বলবে
ছেলে রেখে, বাইরে এতো থাকলে কি আর চলবে?
ছোটো ছেলে, রেখে তোমার, এত কিসের কাজ?
সবই তোমার চলছে ভালোই, বাদ যায়না সাজ!
কাজের সময় পাইনা তোমায়, অফিসের দাও দোহাই
ছেলে তোমার হচ্ছে বড়ো, দেখ তোমায় ছাড়াই!
বাসায় নাকি থাকলে করি, অফিসেরই চিন্তা
কাজের একটু ভুল যে হলে, বসও করে নিন্দা!
বাসাটাকে অফিস করেন, অফিস বানান বাসা
টিপ্পনী দেয় কলিগরাও, হারায় মনের আশা।
টানাটানির সংসারেতে, চাকরিটা খুব দরকার
কর্মজীবি মায়ের জন্য করবে কিছু সরকার?
কর্মজীবি মায়েরা যে, বলবে কাকে কষ্ট
সকল কিছু সামলে চলেও, হয় না কিছুই স্পষ্ট?
লেখনিস্বত্ব: ইসরাত জাহান
০২ জানুয়ারি, ২০২১
নিউজলাইনবিডি