বাংলাদেশ ছাত্রলীগ কুয়েত শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় ১৭ মার্চ কুয়েত ছাত্রলীগের পার্টি অফিসে কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক ইয়াসিন খান অভি, উপ-প্রচার সম্পাদক আহাদ ইসলাম, উপ-দপ্তর সম্পাদক শেখ রাসেল, সহ সম্পাদক হিমু, সহ সম্পাদক তানভীর, সহ সম্পাদক রাহাত সহ কুয়েত ছাত্রলীগের সকল নেতাকর্মী
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়েরা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন।
দীর্ঘ ২৩ বছরের আন্দোলন-সংগ্রামের পথপরিক্রমায় বঙ্গবন্ধু তার সহকর্মীদের নিয়ে ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ এবং পরবর্তীতে ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগ ও স্বাধীনতা আন্দোলন, ‘৫২-এর ভাষা আন্দোলন, ‘৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ‘৬৬-এর ছয় দফা আন্দোলন, ‘৬৯-এর গণঅভ্যুত্থান পেরিয়ে ‘৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে পরিণত হন।