in ,

খেলা হবে!

অনিশ্চয়তার মধ্যেই দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে তামিমরা। বাংলাদেশ-শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হচ্ছে দুপুর ১টায়। এই ম্যাচের আগে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। করোনা হানা দিয়েছিল সফরকারী লঙ্কান দলে।

তিন ম্যাচ ওয়ানডের জন্য বাংলাদেশ সফররত শ্রীলঙ্কা দলের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হন। এই দুই ক্রিকেটার হলেন ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। তবে দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভি এসেছে তাদের। এ ছাড়া বোলিং কোচ চামিন্দা ভাসও পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।

সফরকারী দলে করোনা হানা দেওয়ায় দু’দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি কিছুটা ঝুঁকিতে পড়েছিল।

তবে খেলা অনুষ্ঠিত হবে বলে ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে।

এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের টিম লিডার খালেদ মাহমুদ সুজন।

জামিন পেলেন সাংবাদিক রোজিনা

লকডাউন বেড়েছে, অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার গাড়ি চলবে