২০০৯-২০১০ হতে ২০১৩-২০১৪ অর্থ বছর পর্যন্ত ৫ বছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১ হাজার ৫ কোটি টাকা ব্যয়ে ৪০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ২৭টি প্রকল্পের কাজ সফলভাবে সমাপ্ত হয়েছে। সমাপ্ত প্রকল্পসমূহের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্পের সাফল্য ও অর্জন নিম্নরূপ:
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
এ্যাপ্লিকেশন অব রেডিয়েশন প্রসেসিং টেকনোলজি ফর ম্যাটেরিয়ালস পাইলট প্ল্যান্ট ইনস্টিটিউট অব পলিমার টেকনোলজিঃ
এই প্রকল্পটির মাধ্যমে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ৩৫০ (কিলো কিউরি) কোবাল্ট-৬০ গামা সোর্স স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে গামা সোর্সটি ব্যবহার করে নানাবিধ মেটিরিয়াল উন্নয়ন সংশ্লিষ্ট গবেষণা ও বিভিন্ন মেডিক্যাল সামগ্রীর স্টেরিলাইজেশন সংক্রান্ত কার্যক্রম চালানোর পাশাপাশি একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বিকিরণ সেবা প্রদান করা হচ্ছে। পাইলট প্ল্যান্টের গামা রশ্মির বিকিরণ ব্যবহার করে উন্নতমানের পণ্য তৈরি, পোড়া ঘা নিবারনের জন্য হাইড্রোজেল উৎপাদন, ন্যাচারাল রাবার থেকে সার্জিক্যাল দস্তানা এবং পলিমার কম্পোজিট তৈরিসহ বিভিন্ন নতুন নতুন পণ্য তৈরি বা তৈরি পণ্যের গুণগতমান উন্নতকরণের কাজ করা হচ্ছে। এছাড়া, গামা রশ্মির বিকিরণ ব্যবহার করে বিভিন্ন খাদ্য দ্রব্য (মাছ, মাংস, মশলা, শস্য, ইত্যাদি) জীবাণুমুক্তকরণ ও সংরক্ষণের সময়সীমা বাড়ানোর কার্যক্রমও এখানে চালু আছে।
ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার সায়েন্স এন্ড টেকনোলজি: (ক) ট্রেনিং ইনস্টিটিউট ও ল্যাবরেটরী ফ্যাসিলিটিজ এবং (খ) ট্যান্ডেম এ্যাক্সিলারেটর ফ্যাসিলিটিজ স্থাপনঃ
এই প্রকল্পের মাধ্যমে একটি আধুনিক ট্রেনিং ইনষ্টিটিউট স্থাপন করা হয়েছে। এতে সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়া, এই প্রকল্পের আওতায় পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (আইএনএসটি-এর) বিভিন্ন গবেষণাগারের ব্যাপক উন্নয়ন সফলভাবে সম্পন্ন করাসহ একটি 3MV Tandem Accelerator এবং এ সংক্রান্ত আনুষাঙ্গিক বিভিন্ন যন্ত্রপাতি সফলভাবে স্থাপন করা সম্ভব হয়েছে। Tandem Accelerator ব্যবহার করে বর্তমানে কমিশনের বিভিন্ন কেন্দ্র/ইনস্টিটিউট/ইউনিটসহ সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত বিভিন্ন প্রকার নমুনা বিশ্লেষণের কাজ করা হচ্ছে।