in ,

গরমে চালক-শ্রমিকদের দুর্ভোগ চরমে

বুধবার (১৯ মে) মধ্য দুপুর। রাজধানীর শাহবাগ মোড়ে ওভারব্রিজ সংলগ্ন রাস্তার ফুটপাতে রিকশা রেখে বসে আছেন কামরাঙ্গীরচরের বাসিন্দা হাশেম মিয়া। বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।

একটু আগেই জাতীয় জাদুঘরের সামনে যাত্রী নামিয়ে তিনি মাস্ক খুলে রিকশার হাতলে বেঁধে ফুটপাতে বসেছেন। গরমে দরদর করে ঘামছিলেন। একটু পর পর গামছা দিয়ে মুখ ও হাত-পা মুছে নিচ্ছিলেন। এ সময় পাশেই একজনের কাছ থেকে ২০ টাকা দিয়ে লেবুর শরবত কিনে এক নিশ্বাসে পান করলেন এই বৃদ্ধ বিকশাচালক।

হাশেম মিয়া বলেন, ‘বয়স অইছে। অহন (এখন) আর আগের মতো রিকশা চালাইতে পারি না। অল্পতেই হাপাইয়া যাই। তার ওপর যেই গরম পড়ছে, রাস্তায় যাত্রীও কম।’

তিনি জানান, সকাল ৮টায় রিকশা নিয়ে বের হয়ে মাত্র ৯০ টাকার ভাড়া মেরেছেন হাশেম মিয়া। রিকশা গ্যারেজের মালিককে ১০০ টাকা দেবেন। সেই হিসাবে দুপুর পর্যন্ত তার এক টাকাও আয় হয়নি। তবে বিকেল থেকে রাত পর্যন্ত ভালো আয় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাশেই একজন তরুণ সিএনজিচালিত অটোরিকশা চালক যাত্রীর জন্য দাঁড়িয়ে ছিলেন। প্রচণ্ড গরমে শার্টের সবগুলো বোতাম খুলে হাস-ফাঁস করতে দেখা যায়।

তিনি বলেন, দুপুর দেড়টা পর্যন্ত ১ হাজার ২০০ টাকার ভাড়া মেরেছেন তিনি। খরচ আছে সিএনজি ভাড়া ৭৬০ টাকা, গ্যাস ২০০ টাকা ও খাওয়া ১০০ টাকা। এখনো নিজের রোজগার বলতে কিছু হয়নি। করোনা ও ঈদ-পরর্বতী সময়ে যাত্রী কম। তবে রাত পর্যন্ত ভালো আয় হবে বলে জানান এই অটোরিকশা চালক।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (১৯ মে) দুপুর ১২টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৭০ শতাংশ।

এদিকে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ পশ্চিম/দক্ষিণ দিক থেকে ৮ থেকে ১২ কিলোমিটার ঘণ্টাবেগে, যা অস্থায়ীভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঘণ্টাবেগে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ধনবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে রিট