in , ,

টাংগাইল পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী এস এম সিরাজুল হক আলমগীর বিজয়ী

টাংগাইল পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থী এস এম সিরাজুল হক আলমগীর বিজয়ী হয়েছেন। ৩০ জানুয়ারি শনিবার তৃতীয় ধাপে অনুষ্ঠিত টাংগাইল সদর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হন তিনি।

নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোট ৬৬০৯১। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র পদপ্রার্থী মাহমুদুল হক সানু। ধানের শীষ প্রতীকে তার প্রাপ্ত ভোট ২২৯০০।

উল্লেখ্য ১৮টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮৭ জন এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ পৌরসভা নির্বাচনে মোট ভোটার ১ লাখ ২৪ হাজার ৪২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৫৭১ জন এবং মহিলা ভোটার ৬০ হাজার ৮৫৪ জন।

টাঙ্গাইলের ভুঞাপুরে চার ভোটারের কব্জি-আঙুল কেটে দিলো প্রতিপক্ষ

বাংলাদেশের প্রশংসা করে জাতিসংঘের চিঠি