in ,

টাঙ্গাইলে র‌্যাবের হাতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে র‌্যাবের হাতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন আকুর টাকুর পাড়া সাকিনস্থ আবহাওয়া অফিস রোড এ অভিযান পরিচালনা করে

আটককৃতরা হলেন মোঃ শিপুল (৪০), পিতাঃ মোঃ শওকত হোসেন, এবং মোহাম্মদ আলী জিন্নাত ওরফে মোন্না (৪১), পিতা-মোকাদ্দেস আল মামুন, উভয়কে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল, ফেনসিডিল বিক্রির নগদ ৩৪,০০০ টাকা, ০৩টি মোবাইল ফোন এবং ০৪টি সিম কার্ড সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

সাক্ষীদের সম্মুখে ধৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। ধৃত আসামীদ্বয় টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশে থানা এলাকায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ফেনসিডিল সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কুয়েত শাখা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

আগামীকালকের বিসিএস পরীক্ষার্থীদের জন্য পুলিশের বিশেষ নির্দেশনা