in ,

টাঙ্গাইলে ৫০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

আজ ৩১ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। র‌্যাব-১২সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানার রাবনা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে কুড়িগ্রামের কথাকাটা উপজেলার পূর্ব পাখিউড়া গ্রামের জব্বার শেখের ছেলে মোঃ মোজাম্মেলকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।

ধৃত আসামী টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশ থানা এলাকায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে। আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বেড়েই চলেছে আক্রান্ত-মৃতের সংখ্যা

অর্ধেক কর্মী দিয়ে পোশাক কারখানা চালানো সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী