বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণের ধারাবাহিকতায়…৭১’র চেতনা বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে।
শনিবার ৬ জুন কালিহাতির বল্লা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করে।
বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বল্লা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব চান মাহমুদ পাকির, বিশেষ অতিথি বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব রাশিদুল হাসান লাভলু, এছাড়া বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আনিছুজ্জামান আনিছ, অধ্যক্ষ নরুল ইসলাম, ৭১’র চেতনা..এর সহ-সভাপতি ইঞ্জিঃ রবিউল আউয়াল রোমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহব্বায়ক মোঃ নিয়ামত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ সহ শিক্ষক মন্ডলী ও স্থানীয় বিকন, রিজওয়ান, শাহারিয়া,আদিব, সায়েম, নিহাদ, ফাহাদ, নাইম, মৃদুল প্রমুখ ।

এসময় উপস্থিত বক্তারা বলেন, উন্নতবিশ্বে গাছকে সংরক্ষণ করে উন্নয়ণ কাজ করা হয় বা গাছ সরানোর প্রয়োজন হলে তা আধুনিক প্রযুক্তিতে সরিয়ে অন্যত্র রোপন করা হয়। তারা পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখার প্রধাণ উপকরণ গাছকে বাঁচিয়ে রাখে, আমরা তা কর্তন করি মহা আনন্দ নিয়ে। তারপরও আশা জাগে মনে যখন আমাদের দেশের কিছু শহর, রাস্তা সুন্দরভাবে গাছে সজ্জিত হয়। অক্সিজেন চাই, চাই প্রকৃতির বিচিত্র সৌন্দর্য, তাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।