ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগত বিক্রমপুরের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিক্রমপুরের শিক্ষার্থীদের সংগঠন ‘বিক্রমপুর পরিবারে’র উদ্যোগে ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বিক্রমপুর পরিবারের সভাপতি আতিকুর রহমান নয়ন ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আতিকুর রহমান নয়ন নবীন সদস্যদের বিশ্ববিদ্যালয়ে মুক্তমনে জ্ঞান চর্চার পরামর্শ প্রদান করেন। উগ্র রাজনীতি থেকে দূরে থেকে সততা ও সম্প্রীতি বজায় রেখে দেশ ও জাতির সেবা করার মন মানসিকতা তৈরির আহ্বান জানান তিনি।

বিক্রমপুর পরিবারের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম সংগঠনের কর্মপরিধি এবং ভবিষ্যত পরিকল্পনা নবীনদের সামনে উপস্থাপন করেন। তিনি বলেন, এই সংগঠন বিক্রমপুর থেকে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহযোগিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করা, মেধাবৃত্তি কার্যক্রম এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সহশিক্ষা কার্যক্রম পরিচালনাসহ নানাবিধ সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এর কর্মপরিধি আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মাহাবুব রহমান। এছাড়া সিনিয়র সদস্য মো: মারুফ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর ও অন্যান্য সদস্যরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

নবীনদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আকিব।
