ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) নিয়ে ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের পেরিআটা গ্রামে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের সকলের ভালোবাসার মানুষ ধনবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা বকল। আজ বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে মহিলা ভাইস চেয়ারম্যান লিনা বকল বলেন, নারীরা বর্তমানে অনেক ক্ষেত্রে এগিয়েছে। তবে তাদের আরও অনেক দূর যাওয়া এখনো বাকি। সমাজে এখন নারীরা যথেষ্ট অবদান রাখছে, তবে কিছু কিছু ক্ষেত্রে তারা এখনো পিছিয়ে। যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে পুরুষের পাশাপাশি নারীরাও সকল কর্মকান্ডে অংশদারীত্ব অর্জন করুক, এই হোক সকলের মনোভাব।