টাঙ্গাইলের ধনবাড়ীতে সামাজিক ও সংস্কৃতিক সংগঠন ‘তরুণের হাট’ এর ১৮ বছর পূর্তী ও সদস্যদের পুনর্মিলন-২০২১ উপলক্ষে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) ধনবাড়ী কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণের হাটের উপদেষ্টামণ্ডলী সোলায়মান হোসেন, জাহিদ হাসান সুমন, সোহেল রানা, মোহাম্মদ সোলায়মান আকন্দ, রাসেল আহমেদ প্রমূখ।

এই অনুষ্ঠানকে ঘিরে দিনব্যাপী এলাকাজুড়ে বিরাজ করছিল আনন্দের আমেজ। সকালে তরুণের হাটের সমস্যদের একটি র্যালি ধনবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনটির সমস্যদের মধ্যে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মধ্যহ্নভোজ শেষে শুরু হয় কিশোর-কিশোরিদের নৃত্য প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন তরুণের হাটের উপদেষ্টামণ্ডলী।

অনুষ্ঠানের শেষের দিকে উপস্থিত সকল শ্রেণি পেশার মানুষ মেতে উঠেন সংগীতের অনন্দে। এর মধ্যে ভিন্ন মাত্রা যোগ করেন ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া। তার সংগীত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত সকলে।
সাউথইস্ট কম্পোজিট লিমিটেড এর পরিচালক ও তরুণের হাটের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার শামিম রহমানের সৌজন্যে উপস্থিত সমস্যদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।
উল্লেখ্য, কোভিড-১৯ মহামারির করণে তরুণের হাটের এবারের বাৎসরিক অনুষ্ঠান অন্যান্য বছরের তুলনায় সীমিত পরিসরে আয়োজন করা হয়। স্বাভাবিক পরিস্থিতি ফিরে এলে আসন্ন বছরগুলোতে বাৎসরিক অনুষ্ঠানগুলো আরও বড় পরিসরে আয়োজন করার বিষয়ে আশাবাদী তরুণের হাটের উপদেষ্ঠামণ্ডলী।