কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কৃষকদের নিয়ে গঠিত (সিওজি) সমবায় সমিতিকে ৩১টি পাওয়ার টিলার ও ১৬টি ধান মারাই মেশিন প্রদানের শুভ উদ্বোধন করেছেন।

আজ শুক্রবার (৮ জানুয়ারি) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করেন তিনি।

এ সময় উপজেলা চেয়ারম্যান জনাব মো: হারুনার রশিদ হীরা ,উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার ধনবাড়ী, মাননীয় মন্ত্রীর সহকারী মাকসুদুল হাসান মাসুদসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রীর সঙ্গে অনলাইনে আরও যুক্ত ছিলেন এনটিভির সহকারী ব্যবস্থাপক ও ইলেক্ট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন-ধনবাড়ী’র (ই.পা.ধ) সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন।