in

ধনবাড়ীতে চলছে ‘সর্বাত্মক লকডাউন’

ধনবাড়ী প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন। সকাল থেকেই ধনবাড়ীর বাসস্ট্যান্ড এলাকার গুরুত্বপূর্ণস্থানে পুলিশ অবস্থান করছে। জরুরী প্রয়োজনীয় যানবাহনগুলো হাঠৎ হঠাৎ চোখে পড়ছে। অনেক মানুষকে অটোরিক্সায় বা পায়ে হেটে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। লকডাউন পালনে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন মাধ্যমে চালনো হচ্ছে প্রচারণা। স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে সতর্ক হওয়ার আহবান জনানো হচ্ছে।

উপজেলার কোনো স্থানে বা বাসা বাড়িতে পহেলা বৈশাখ পালনের খবর পাওয়া যায়নি।

ঘরে ঘরে মাহে রমজানকে স্বাগত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা