মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নানা আয়োজনের মধ্যদিয়ে বুধবার (১৭ মার্চ) টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনা রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফিন, সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা বকল, ওসি মো. চান মিয়া, বীর মুক্তিযুদ্ধা আনোয়ার হোসেন কালু, ইউসুফ মিয়া, সালাউদ্দিন টুক্কু, আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, রাজনৈতিক, সামাজিক, সাংস্কতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর উপর নির্মিত ভিডিও ক্লিপিংস ও বর্ণিল আতশবাজীর আয়োজন করা হয়।