টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাত জনকে জরিমানা করেছেন। সরকার ঘোষিত লকডাউন অমান্য করে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে এবং মাস্ক না পড়ার কারণে পাঁচ জনসহ সাত জনকে মোট ৩৮‘শত টাকা জরিমানা করে।
বুধবার (১৪ এপ্রিল) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী মেজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদলতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ হাফিজুর রহসান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাকে সহযোগিতা করেন, ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া, সার্টিফিকেট পেশকার শাহ্-আলম, ডিএসবি‘র সদস্য আরিফুল ইসলাম ও পুলিশ সদস্যরা।
নির্বাহী মেজিস্ট্রেট জানান, লকডাউনে ধনবাড়ী বাজারের দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে এবং মাস্ক না পড়ার কারণে পাঁচ জনসহ সাত জনকে এ জরিমানা করা হয়। সরকার ঘোষিত লকডাউন চলা পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়েছে। তিনি বলেন, করোনাভাইরাস একটি মহামারী রোগ। এটা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি এসময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।