in , , , ,

ধনবাড়ী কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের  সভাপতি ইঞ্জিনিয়ার শামীম এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন

উত্তর টাঙ্গাইলের অন্যতম বিদ্যাপীঠ ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের সম্মতিক্রমে এতে সভাপতি পদে ইঞ্জিনিয়ার শামীম রহমান এবং সাধারণ সম্পাদক পদে জাহিদ হাসান সুমন নির্বাচিত হয়েছেন। আগামী তিন বছর তাঁরা কমিটির দায়িত্বে থাকবেনা। 

তিন হাজার দুইশত এর বেশি সদস্য নিয়ে গঠিত ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম। এর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক মাসের মধ্যে তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। শুক্রবার ফোরামের সার্চ কমিটির প্রধান সমন্বয়ক শাহীন আল মামুন অপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরামের সদস্যদের সমর্থনে ইঞ্জিনিয়ার শামীম রহমানকে সভাপতি এবং জাহিদ হাসান সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হল।

সার্চ কমিটির প্রধান শাহিন আল মামুন অপুর সভাপতিত্বে ফোরামের কার্যালয়ে সশরীরে ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইঞ্জিনিয়ার শামীম রহমান, মনিরুল ইসলাম রিজু, পলাশ চন্দ্র সরকার, অ্যাডভোকেট সোলায়মান হোসেন, নাহিদ আল অলিদ রনি, সোহেল রানা, মশিউর রহমান মিন্টু প্রমুখ।

নির্বাচন ছাড়া সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি : কৃষিমন্ত্রী

ঢাবি-বিক্রমপুর পরিবারের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ