in ,

ধনবাড়ী পৌরসভায় মেয়র পদে জয়ী মনিরুজ্জামান বকল

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মনিরুজ্জামান বকল। তিনি নারিকেল গাছ প্রতীকে নির্বাচন করেছেন।

শনিবার ধনবাড়ী পৌর সভায় ১৫ টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলার সিনিয়ন নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান রাত সাড়ে নয়টার দিকে এ ফলাফল ঘাষণা করেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ মনিরুজ্জামান বকল নারিকেল গাছ প্রতীক ৮ হাজার ৯শত ৬৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্ধন্ধী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন নৌকা প্রতীকে পান ৭ হাজার ৮শত ৪ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী এসএমএ সোবহান পান ৩ হাজার ৫২ ভোট এবং মুহাম্মল আলী কিসলু (স্বতন্ত্র) পান ৩০৮ ভোট। ধনবাড়ী পৌরসভায় মোটা ভোটার ৩০ হাজার ৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪,৪৬৩ জন এবং নারী ১৫,৫৪০ জন।

জয়ের পর মুহাম্মদ মনিরুজ্জামান বকল নিজ অনুভূতি প্রকাশ করতে গিয়ে ধনবাড়ী পৌরসভাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির সার্বিক দিক নির্দেশানায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত, টেন্ডারবাজমুক্ত আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।

জেতার পর কাদের মির্জাকে ওবায়দুল কাদেরের অভিনন্দন

সিরাজগঞ্জে বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলরকে কুপিয়ে হত্যা