in

পর্যটকদের জন্য সমুদ্র সৈকত খুলে দিল গ্রিস

বিদেশি পর্যটকদের জন্য সমুদ্র সৈকত খুলে দিয়েছে গ্রিস। আগামী শনিবার (১৫ মে) থেকে গ্রিস ভ্রমণ করা যাবে। সেক্ষেত্রে পর্যটকদের অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট, অথবা ফুলকোর্স টিকা গ্রহীতা হতে হবে।

এদিকে সমুদ্র সৈকতের হোটেল মোটেল ও এর কর্মীদেরকে কিছু নতুন নিয়ম মেনে প্রতিষ্ঠান চালাতে হবে। এছাড়া ভিজিটরদের জন্য সৈকতের ছাতা থাকতে হবে অন্তত ৬ মিটার করে দূরত্বে। সৈকতের আশপাশের বারে কোনো মিউজিক অনুষ্ঠান চলতে পারবে না।

স্বল্প পুঁজিতে সেরা ১৫টি ব্যবসা

চাঁদ দেখা যায়নি