in

পহেলা বৈশাখ উপলক্ষে ‘কিছুমিছু’র বিশেষ নাটক ‘কিছু লক মিছু ডাউন’

পহেলা বৈশাখ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘কিছুমিছু’র বিশেষ নাটক ‘কিছু লক মিছু ডাউন’ এর ১ম পর্ব প্রচারিত হয়েছে। আজ বুধবার (১লা বৈশাখ, ১৪২৮) কিছুমিছুর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটি প্রচার হয়।

নাটকে অভিনয় করেছেন তামান্না ফেরদৌস শাম্মি, ইসরাত জাহান, রূপ রেজা, আফরোজা কাউসার শিউলী, নাসরিন সুলতানা, পামেলা ইসলাম, জেরীন কামাল, শারমিন হোসেন লিসা, জাহিদ হাসান সুমন, শাহনাজ পারভীন সেতু, তরিকুল ইসলাম, আহমেদ শাকিল, সেলিম চৌধুরী, ফিরোজ হোসেন, অজয় সাহা, এবং ওয়াহিদুর রহমান।

নাটকটির সম্পাদনায় ছিলেন জাহিদ হাসান সুমন। নাট্যরুপ ও সহকারী নির্দেশনায় ছিলেন ইসরাত জাহান। রচনা ও নির্দেশনায় ছিলেন ‘কিছুমিছু’র প্রতিষ্ঠাতা আনিস মোস্তফা।

নাটকটি সম্পর্কে আনিস মোস্তফা বলেন, কঠোর লকডাউনের কারণে কেউই এবারের নববর্ষ যথাযথভাবে উদযাপন করতে পারেনি। আমরা এই নাটকটির মাধ্যমে দর্শকদের কিছুটা আনন্দ দেয়ার চেষ্টা করেছি।

ইসরাত জাহান বলেন, এটি আমাদের ‘কিছুমিছু’র পক্ষ থেকে প্রথম নাটক। আমরা চেষ্টা করেছি নববর্ষ উপলক্ষে দর্শকদের ভালো কিছু উপহার দেয়ার। পরবর্তীতে আরও মজার মজার চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হবো।

ইতিপূর্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৭১ জন লেখক ও শিল্পীর সেরা কিছু কাজ নিয়ে প্রকাশিত হয় কিছুমিছুর প্রথম বই কিছুমিছু। গতকাল (২ এপ্রিল) কিছুমিছুর ফেসবুক গ্রুপে অনলাইন অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করা হয় উন্মাদ প্রকাশনী থেকে।

১৯৮০ সালে একঝাক তরুণের উদ্যোগে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল কিছুমিছু পাঠাগার। সেখানে চলতো প্রকাশনার কাজও। স্বৈরাচারী সরকারের রোষানলে সেটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন যুগ পর গত বছর শুরু হয় কিছুকিছুর পুনরায় পথ চলা। তারই ধারাবাহিকতায় কিছুমিছু বই।

উল্লেখ্য, কিছুমিছু আয়োজিত নাটকটি তাদের ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রচার করা হয়েছে।

কিছুমিছু গ্রুপের ফেসবুক লিংকঃ https://www.facebook.com/groups/kichumichu/?ref
কিছুমিছু’র ইউটিউব লিংকঃ https://m.youtube.com/channel/UCp31yDEJniNMUB8r37BjZNA

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা

‘বাংলাদেশ নিয়ে আমিত শাহ’র জ্ঞান সীমিত’