in ,

পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় দুটি বাসের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ সুরমা থানাধীন রশিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস এর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চার জন নিহত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে মাঝিড়া ক্যান্টনমেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চার জনের মধ্যে দু’জনের পরিচয় মিলেছে। তারা হলেন- শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামেন কালিদাস (৭০) এবং ধুনট উপজেলার শাহ জামাল। এ বিষয়ে শাজাহানপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

দেশে ফিরে হুইল চেয়ারে ফখরুল

জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে আমন্ত্রণ