সুজন ধনবাড়ী(টাংগাইল) থেকে
“মানুষ মানুষের জন্য, আমিও মানুষের জন্যই” এই অমৃত বাণীকে মনে ধারন করে পৌরমশ্মশান কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর কালীপূজায় ভক্ত বৃন্দের ঢল।
১৩ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ টাংগাইলের ধনবাড়ী শহরের অদূরে কুঁচিয়ামোড়া খাল সংলগ্ন পৌর মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের চতুর্থ বার্ষিক শ্রী শ্রী শ্মশান কালীমাতার পূজা অর্চনার আয়োজন করা হয়। উক্ত পূজায় বিভিন্ন শ্রেণি পেশা ও বিভিন্ন বয়সের নারী পুরুষ ভক্ত বৃন্দের সমাগম ঘটে। সংগঠনটির সভাপতি ধীরেন্দ্র চন্দ্র নন্দী ও সাধারন সম্পাদক নিতাই চন্দ্র দে সরকারের তত্তাবধানে প্রতিমা প্রতিস্থাপন, নাম কীর্তন, আরতী, ধর্মীয় ভাব গাম্ভীর্য়ের মধ্য দিয়ে পূজা অর্চনা ও অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌরসভার নবানর্বাচিত মেয়র জনাব মুহাম্মদ মনিরুজ্জামান বকল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের মধ্যে বিশেষ ভাবে বিনয় কৃষ্ণ তালুকদার, অমল চন্দ্র সরকার, গিরীশ চন্দ্র দত্ত, অসীম কুমার তালুকদার, প্রবীন কুমার সরকার, বিদ্যুৎ দত্ত সহ বিভিন্ন এলাকা থেকে আগত ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। পূজা শেষে প্রসাদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।