শহিদুল ইসলাম, ক্রিড়া প্রতিবেদক, ধনবাড়ী:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ-২০২১ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় ধনবাড়ী পৌরসভা মুসুদ্দি ইউনিয়ন একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ফাইনাল খেলায় ২ গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ধনবাড়ী পৌরসভার সাব্বির আহমেদ এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ধনবাড়ী পৌরসভার অধিনায়ক নাহিদ হাসান।
উক্ত ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ হীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌরসভার মেয়র জনাব মুহাম্মদ মনিরুজ্জামান বকল।
উক্ত ফাইনাল খেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফিন।
ধনবাড়ী পৌরসভা সকল খেলোয়াড়কে মেয়র আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
মেয়র মনিরুজ্জামান বকল বলেন, সামনের দিনগুলোতে ধনবাড়ী উপজেলা খেলাধুলাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা এবং প্রচেষ্টা করে যাবেন তিনি। মাননীয় মন্ত্রী মহোদয় এর নির্দেশে ধনবাড়ী ক্রীড়াঙ্গনের মাধ্যমে টাঙ্গাইল জেলার অন্যতম একটি উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন বলেও আশা প্রকাশ করেন ধনবাড়ী পৌরসভার মেয়র।
ফাইনাল খেলা পরিচালনা করেন জহুরুল ইসলাম মিলন, শহিদুল ইসলাম ও সুজন মাহমুদ।