in ,

বাংলাদেশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বনানীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফারহাদ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব ও বিইউপি’র সাবেক ভিসি মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনের সংসদ সদস্য ফারহাদ হোসেন সংগ্রাম, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ। আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএডিসি’র চেয়ারম্যান ড. অমিতাভ সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপার্সন প্রফেসর সৈয়দা দীনা হক।

স্বাধীনতার নতুন ঘোষক তৈরি করা হলে, তার ঠিকানা থাকবে না: প্রধানমন্ত্রী

৮ এপ্রিল থেকে শুরু টিকার দ্বিতীয় ডোজ