in

বার্সাকে বিদায়: শান্তির কথা শোনালেন মেসি

দুই দশক ধরে বার্সেলোনায় আছেন লিওনেল মেসি। এটা তার কাছে শুধু পেশার জায়গায় নয়, আবেগ-ভালোবাসারও একটা অংশ। ‘ব্যাটে-বলে’ মিলে গেলে হয়তো প্রিয় ন্যু ক্যাম্প ছাড়তে হবে তাকে। তবে এ জন্য কোন দ্বন্ধে জড়াতে চান না এই আর্জেন্টাইন ফুটবলার। বলছেন, ভালোভাবেই দীর্ঘ বছরের বসতি ছেড়ে যেতে চান তিনি।

গত আগস্টের শেষ দিকে হঠাৎ করে এক বুরো ফ্যাক্স বার্তায় মেসি জানিয়ে দেন, তিনি আর বার্সায় থাকতে চান না। এরপর টানা কয়েকদিন ধরে নাটক চলতে থাকে। তবে তাকে ছাড়েনি লা লিগার স্বনামধন্য ক্লাবটি। আইনের মারপ্যাচে অধিনায়কের পা বেঁধে ফেলে তারা। ছয়বারের ব্যালন ডি অর জয়ী তাই অনিচ্ছা সত্ত্বেও থেকে যান ন্যু ক্যাম্পে।

মেসির মতে, মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি কিছুই পরিষ্কার করে জানেন না। বার্সা ছাড়বেন কিনা, সেটাও এখনই বলতে পারছেন না। লা সেক্সতার বরাত দিয়ে ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম জানায় এলএমটেন বলেন, ‘চলতি মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত আমার কাছে কিছুই পরিষ্কার না। আমি অপেক্ষায় আছি। জানিনা বার্সা ছেড়ে যাবো কিনা। যদি চলে যাই, তবে খুব ভালোভাবেই যাবো।’

Written by newslinebd

কুয়েতে প্রবাসী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পদ্মায় জেগে ওঠা চরে বোরো রোপণ করছেন চাষিরা

পদ্মায় জেগে ওঠা চরে বোরো আবাদে ঝুঁকছে মানিকগঞ্জের চাষিরা