in

বিয়ের আগেই সন্তান ধারণ করেছিলেন টুইঙ্কেল খান্না

বিবাহিত জীবনের ২০ বছর পার করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ২০০১ সালের ১৭ জানুয়ারি টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেছিলেন তিনি। সম্প্রতি তাদের বিয়ের পুরনো ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তার সূত্র ধরেই খবরের শিরোনাম হয়েছে এ জুটি।

মুম্বাইয়ে খুব ছোট আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন অক্ষয়-টুইঙ্কেল। তাদের বিয়ের অতিথি ছিল মাত্র ৫০ জন। বিয়ের আসর বসেছিল ডিজাইনার আবু জানি, সন্দীপ খোসলার বাড়িতে। খবর জি নিউজ।

বি-টাউনে গুঞ্জন রয়েছে, দুইবার বাগদান হয়েছিল অক্ষয়-টুইঙ্কেলের। প্রথম বাগদান ভেঙে যাওয়ার পর ২০০১ সালে আবারও বাগদান হয় তাদের। বিয়ের আগে অন্তঃসত্ত্বা ছিলেন টুইঙ্কেল। সে কারণেই তাড়াহুড়ো করে তাকে ঘরে তুলে নিয়ে আসেন অক্ষয়।

টুইঙ্কেল খান্নাকে ‘টিনা’ বলে ডাকেন অভিনেতা। স্ত্রী প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, টিনা আমার জীবনে সেরা বন্ধু। আমি যখন পড়ে যাচ্ছিলাম ও আমাকে ধরে রেখেছে। আবার যখন উড়ছিলাম ও আমাকে নিচে নামিয়ে এনেছে। ও আমার কাছে সবকিছু, আমার বাস্তব।

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ হাজার কোটির বাজেট

পেরুর বিপক্ষে দূরন্ত নেইমারদের এক হালি