in

ভালোবাসা দিবস উপলক্ষে অসহায় পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গরীব অসহায় পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকার বিশ্ববিদ্যালয়,কলেজ পড়ুয়া কিছু শিক্ষার্থী। এই মহৎ কাজের উদ্যোগ নিয়েছিলেন মেহরাজ জেবিন মীম, মোঃ অভি রাজ, শাহিদুল ইসলাম মুন ও নুরুল ইবনেবিন সাইফ।

ভালোবাসা শুরু হোক পথশিশু দের নিয়ে- সেই জায়গা থেকেই কয়েক বছর ধরে ১৪ ফেব্রুয়ারি পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ করে আসছে তারা।

দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা ৫:০০টা পর্যন্ত পর্যায়ক্রমে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, জাতীয় সংসদ ভবন ও চন্দ্রিমা উদ্যান, এবং সর্বশেষ রাত ১০:০০টায় মিরপুর-১ আন নূরী জামে মসজিদ প্রাঙ্গণে পথশিশু এবং হতদরিদ্র মানুষের মাঝে ২০০ প্যাকেট বিরিয়ানি এবং মাস্ক বিতরণ করেন তারা।

সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মোঃ অভি রাজ বলেন, আমাদের কোন সংস্থা নেই, একান্তই নিজেদের উদ্যোগ। আমাদের সকলের চাওয়া ভালোবাসা দিবসে এদিক-সেদিক টাকা নষ্ট না করে পথশিশুদের জন্য কিছু করা। অসহায় মানুষের সেবাই সব সময় নিয়োজিত থাকতে চাই। দেশের প্রয়োজনে সর্বদাই কাজ করে যাবো ইনশাআল্লাহ।

২২ ফেব্রুয়ারি আসছে টিকার দ্বিতীয় চালান

দ্রুতই স্মার্টকার্ড পাবেন নতুন ভোটাররা