in ,

ভাসানচরে আরও ১৭৭৮ রোহিঙ্গা

তৃতীয় দফায় পতেঙ্গা থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছেন উখিয়া শিবিয়ে আশ্রয় নেয়া আরও ১৭৭৬ জন রোহিঙ্গা। শুক্রবার সকাল ৯টার দিকে চারটি জাহাজ এই রোহিঙ্গাদের নিয়ে যাত্রা শুরু করে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে তাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বাসে করে চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ে আসা হয়েছিল। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মোজাম্মেল হক গণমাধ্যমকে জানিয়েছেন, অন্য একটি জাহাজে করে এই রোহিঙ্গাদের মালপত্র নিয়ে যাওয়া হচ্ছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি জাহাজ ও চারটি স্পিডবোট নিরাপত্তা নিশ্চিত করতে রোহিঙ্গাদের বহনকারী জাহাজের সঙ্গে রয়েছে বলে জানান তিনি।
এর আগে প্রথম দফায় গত ৪ঠা ডিসেম্বর ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। এরপর দ্বিতীয় দফায় গত ২৮ ডিসেম্বর এক হাজার ৮০৫ জন রোহিঙ্গা নোয়াখালীর ওই দ্বীপে গড়ে তোলা আশ্রয়ন প্রকল্পে পৌঁছায়।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়লো

টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস