in

মধুপুরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুটির মা সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মামলা দায়ের করলে ওই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত রাকিব হোসেন (১৫) মধুপুর উপজেলার রক্তিপাড়া (পশ্চিম পাড়া) মো. রফিকুল ইসলামের ছেলে। সে কালামাঝি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

শিশুটির চাচা জানান, রোববার বিকেলে রাকিব তার শিশু ভাতিজিকে সদায়ের লোভ দেখিয়ে বাড়ির পাশের মৎস্য খামারের পরিত্যাক্ত এক ঘরে ধর্ষণ করে এবং কাউকে না বলতে প্রাণ নাশের হুমকী দেয়। সন্ধ্যায় শিশুটি শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে বিষয়টি রাকিবের পরিবারকে জানানো হলে তারা ঘটনটি ধামা চাপা দেয়ার জন্য টাকার বিনিময়ে চেষ্টা করে এবং কতিপয় প্রভাবশালীদের দিয়ে নানা ধরনের হুমকিও প্রদান করতে থাকে।
মধুপুর থানার ওসি তারিক কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিশুটির মা মামলা দায়ের পর অভিযুক্ত ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে গতকাল মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরকে শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।

বৈদ্যুতিক মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, বিচার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সালিস পছন্দ না হওয়ায় মাতব্বরকে পিটিয়ে হত্যা