টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠিত অটিজম স্কুলের প্রতিষ্ঠাতা ও ইন্টারন্যাশনাল অটিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান (মাসুদ রানা ব্ল্যাক এন্ড হোয়াইট) এর কাছে অজ্ঞাত নামে চিঠি পাঠিয়ে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে স্কুল জ্বালিয়ে দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়েছে চিঠিতে।
এ বিষয়ে গত ২৪ মে ঢাকার নিউ মার্কেট থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তিনি।
চিঠির বিষয়ে মাসুদ রানা জানান, তিনি অসহায়দের সেবার লক্ষ্যে মধুপুর পাহাড়ী বন এলাকায় একটি অটিজম স্কুল প্রতিষ্ঠা করেন। সেখানে এখন বেশ কিছু প্রতিবন্দী শিশু আলোর মুখ দেখার সুযোগ পেয়েছে। সেই স্কুলের কার্যক্রম অব্যাহত রাখার জন্য রাজনৈতিক পরিচয়ে ৫ লক্ষ টাকা চাদাঁ দাবি করে অজ্ঞাত নামে চিঠি দেয়া হয়েছে।
তিনি বলেন, মানুষ কখনো চাঁদাবাজ, মাদকাসক্ত ও মুখোশের আড়ালে অযোগ্য নেতৃত্বের গডফাদারদের প্রশ্রয় দেয়নি, বর্তমানেও দিবেনা। বাংলাদেশ অতি শীগ্রই চাদাবাজ, মাদক ব্যাবসায়ী, দুর্নীতিবাজদের হাত থেকে পরিত্রাণ পাবে।

মাসুদুর রহমান (মাসুদ রানা ব্ল্যাক এন্ড হোয়াইট) ইন্টারন্যাশনাল অটিজম ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বে থাকার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজক্যাল বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য। এছাড়া তিনি দৈনিক ২ টি ইংরেজি পত্রিকা ‘দ্যা ডেইলি ব্ল্যাক এন্ড হোয়াইট’ এবং ‘দ্যা ডেইলি হিউম্যান রাইটস’ এর সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।
তার প্রতিষ্ঠিত অটিজম স্কুলটি অসহায়দের পড়াশোনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান স্থানীয়রা।