in

মুসলিমদের পাশে থাকার প্রত্যয় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর

আবারো মুসলিম সম্প্রদায়ের পাশে থাকার প্রত্যয় ঘোষণা করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন। ক্রাইস্টচার্চে ২০১৯ সালে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৫১ জন মুসলিমকে নৃশংসভাবে হত্যার দ্বিতীয় বার্ষিকীকে সামনে রেখে এক আবেগঘন স্মরণসভায় বক্তব্য রেখেছেন তিনি। এ সময় বলেছেন, মুসলিম সম্প্রদায়কে সমর্থন দেয়ার দায়িত্ব আছে তার দেশের। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। উল্লেখ্য, এখন থেকে দু’বছর আগে ১৫ই মার্চ দুটি মসজিদে শুক্রবারে জুমার নামাজ আদায়কালে সন্ত্রাসী ব্রেন্টন টেরেন্ট গুলি করে হত্যা করে বাংলাদেশিসহ কমপক্ষে ৫১ জন মুসলিমকে। এ ঘটনায় প্রধানমন্ত্রী আরডেন সেদিন দ্রুত মুসলিমদের কাছে ছুটে যান। তাদের রীতি অনুসরণ করে তাদেরকে সান্তনা দেন। বুকে জড়িয়ে নেন ক্রন্দনরত মানুষকে।
তার ওই সময়ের ভূমিকা সারা পৃথিবীতে ব্যাপক প্রশংসিত হয়। ওই হত্যাকা- থেকে রক্ষা পেয়েছেন তেমেল আতাকোকুগু। তার মুখে, হাতে, পায়ে ৯টি গুলি করা হয়েছিল। ভাগ্যক্রমে তিনি বেঁচে আছেন। স্মরণসভায় তিনি কেঁদেছেন। তিনি সেদিনের কথা বর্ণনা করেন। এক পর্যায়ে ঘটনার বর্ণনা দিতে দিতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বিশ্বজুড়ে প্রশংসিত জাসিন্দা আরডেন মুসলিমদের উদ্দেশে বলেছেন, তাদের মনে যে ক্ষত হয়েছে এবং সেই ক্ষত পূরণ হওয়ার শক্তি থাকা সত্ত্বেও তা কোনোদিন পরিবর্তন হবে না। সন্ত্রাসের শিকারে পরিণত হয়েছেন নারী, পুরুষ, শিশু। এখন যত কথাই বলি, সেসব কথা সেই আতঙ্ক মুছে দিতে পারবে না। এই আতঙ্ক মুসলিম সম্প্রদায়ের মধ্যে জেঁকে বসেছে। দেশটি হতে হবে সবার অংশগ্রহণে। আমাদের রয়েছে বহু জাতির বৈচিত্র। এটাকে আলিঙ্গন করতে হবে। এর পক্ষে দাঁড়াতে হবে।
স্মরণসভায় আতাকোকুগু বলেছেন, এখনও বিশ্বাস হচ্ছে না ওই হামলা থেকে বেঁচে আছি। ওই ঘটনার পর আমার দেহে সাতবার বড় ধরনের অপারেশন হয়েছে। আরো অপারেশন সামনে। বাকি জীবন আমার শরীরে অসংখ্যা শার্পনেল বহন করে বেড়াতে হবে। প্রতিবার যখনই এক্সরে করাই তখনই শরীরের মধ্যে তা ক্রিসমাসের ট্রির মতো করে জ্বলতে থাকে। হামলায় নিহত হয়েছেন কিরান মুনীরের স্বামী শাহেদ হারুন মাহমুদ। কিরান মুনীর বলেন, সবচেয়ে বড় প্রতিশোধ হলো হামলাকারী শক্রুকে পছন্দ না করা। আমরা আবারো মর্যাদা নিয়ে বড় হতে শিখেছি। যতটা পারি ভালভাবে সামনে এগিয়ে যেতে চাই।

আবাসিক এলাকায় বাণিজ্যিক বিদ্যুৎ বন্ধের সিদ্ধান্ত

‘টিকা নেয়ার অভিনয়’ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিবৃতি