এক ক্লাবের হয়ে ব্রাজিলের সাবেক তারকা পেলে গোল করেছিলেন ১০৯১টি। তবে তার মধ্যে ৪৪৭টি গোল অনেক বিশ্লেষকই বাদ দিয়ে থাকেন প্রীতি ম্যাচে হওয়ার কারণে।
তাই বাকি থাকা ৬৪৩ গোলকে হিসেব করে এক ক্লাবে সর্বোচ্চ গোলের যে রেকর্ড পেলের ছিল সেটা কিছুদিন আগেই ভেঙে দিয়েছেন মেসি। পেলে নিজেও মেসিকে অভিনন্দন জানিয়েছিলেন।
কিন্তু প্রশ্নটা যখন শ্রেষ্ঠত্বের তখন আর মেসির দিকে নেই পেলে। নিজের সঙ্গে নয়, ম্যারাডোনা এবং মেসির মধ্যে তুলনায় পেলের চোখে ম্যারাডোনাই সেরা।
পেলে বলেন, “যদি তুমি আমাকে জিজ্ঞাসা কর সে (ম্যারাডোনা) কি মেসির চেয়েও সেরা? আমি বলব, হ্যা, সে মেসির চেয়ে অনেক বেশি এগিয়ে।”