পূর্ব ঘোষণা অনুযায়ী যুক্তরাজ্য থেকে ফেরা ১১ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে লন্ডন থেকে আগত কাতার এয়ারলাইন্সের (কিউআর৬৪০) ফ্লাইটে চারজন ও এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) ফ্লাইটে ১১ যাত্রী বিমানবন্দরে আসেন। নিয়ম অনুযায়ী তাদেরকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বেলা সাড়ে ১১টায় বিমানবন্দরে কর্তব্যরত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. নাজিবুল হক বলেন, দুটি ফ্লাইটের যাত্রীদের আপাতত আশকোনা হাজক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হচ্ছে। সেখানে যাওয়ার পর যাত্রীদের কেউ যদি সরকারি কোয়ারেন্টিন সেন্টারে না থেকে নিজ খরচে সরকার নির্ধারিত সাতটা হোটেলে থাকতে চান, সে ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে করোনা ভাইরাসের স্ট্রেইন শনাক্ত হওয়ার পর নতুন করে আতঙ্ক সৃষ্টি হয় সারা বিশ্বে। বাংলাদেশেও যেন এর বিস্তার না ঘটে সেজন্য সরকার যুক্তরাজ্য থেকে ফিরে আসাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নিয়ম বেধে দেয়।