in , , ,

যুক্তরাষ্ট্রের জন্য বাইডেনের ৬ লাখ কোটি ডলারের বাজেট ঘোষণা

করোনার কারণে ধুঁকতে থাকা মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারে ছয় লাখ কোটি ডলারের অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই তার লক্ষ্য।

মার্কিন নাগরিকদের এ নিয়ে আশা ও তার সরকারের প্রতিশ্রুতির কথা শোনান বাইডেন।

জানুয়ারিতে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ঘোষিত বার্ষিক অর্থনৈতিক পরিকল্পনায় অসমতা বা বৈষম্য দূর করার কথা বলা হয়েছে। এ জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি রাখা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে, জলবায়ু পরিবর্তন ইস্যুকেও। বাড়ানো হয়েছে, ধনীদের ট্যাক্স।

এই বাজেট পরিকল্পনায় ২০৩১ নাগাদ যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ জিডিপির ১১৭ শতাংশ বাড়বে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের চেয়েও বেশি বলে উল্লেখ করেন এই ডেমোক্র্যেট প্রেসিডেন্ট।

আগামী ১ অক্টোবর থেকে মার্কিন অর্থবছর শুরু। তার ঘোষিত এই পরিকল্পনা কংগ্রেসের অনুমোদন পেলেই কার্যকর হবে। সূত্র: বিবিসি, রয়টার্স

গার্মেন্টস শিল্পের টিকে থাকার লড়াই

সংক্রমণ হার ৫ শতাংশে নামলে ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে