সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, বাংলাদেশের মুক্তি ও সংগ্রামের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের বহিঃবিশ্বের প্রভাবশালী ছাত্রসংগঠন যুক্তরাষ্ট্র ছাত্রলীগ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাঙ্গালীর প্রাণকেন্দ্র জ্যামাইকায় ষ্টার কাবাব পার্টি হলে (স্থানীয় সময় ১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রভাবশালী ছাত্রনেতা সাবেক সহ-সভাপতি জনাব আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব শফিকুর রহমান সাফাত ও শরীফ আহমেদ, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জুয়েল আহমেদ ও সাধারন সম্পাদক এস এম শাহারিয়ার শুভ।
আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য স্বপন কর্মকার , যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা শাহরিয়ার তুষার , তামিম হাসান, রিফাতুল ইসলাম, মাসুদুর রহমান তারেক, সাইদুর রহমান প্রমুখ।