in ,

রাখির পক্ষে নেই তার স্বামী

বিগ বসের ঘরে জেতার জন্য রাখি সাওয়ান্তর পক্ষে নেই তার স্বামী রিতেশ। অভিনব শুক্লকেই জিততে দেখতে চান রাখির স্বামী। মুম্বইয়ের সংবাদসংস্থাকে এমনটাই জানালেন তিনি। রিতেশ মনে করেন, অভিনব শুক্লকেই এই সিজনের বিজয়ী করা উচিত। একমাত্র তিনিই বিগ বস ট্রফি জেতার যোগ্য। শোনা যাচ্ছে, বিগ বসের এই সিজনেই প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে রিতেশকে। স্ত্রী রাখির পাশে দাঁড়ানোর জন্যই নাকি তাকে ঘরে নিয়ে আসা হবে। শোয়ের শুরুতেই রাখি ঘোষণা করেছিলেন, তিনি নাকি রিতেশকে বলেছেন এই বিগ বস-এ এসে তার সঙ্গ দিতে।
কিন্তু রিতেশ জানিয়েছেন, তিনি চান অভিনব জিতুক। তার মতে, আমার মধ্যে এই শো জেতার যোগ্যতা নেই, তা আমি জানি। পাশাপাশি অভিনব যে রকম সততার সঙ্গে খেলছেন, তিনি না জিতলে খারাপ হবে। তবে এ কথাও তিনি স্বীকার করেছেন যে, বিগ বসের ঘরে জুটিদের জোর অনেক বেশি। সেখানে একা পড়ে যাচ্ছেন রাখি। রাখির স্বামীকে নিয়ে রহস্য আজকের নয়। গত দু’বছর ধরে রাখিকে নিয়ে মানুষের একটিই প্রশ্ন, কে তার স্বামী? কখনও তার মুখ দেখা যায় না কেন? সম্প্রতি বিগ বস-এর ১৪ নম্বর সিজনে রাখির ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হওয়ার পরেই পর্দা সরিয়ে অবতীর্ণ হলেন স্বামী রিতেশ। পেশায় ব্যবসায়ী। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমে রিতেশ দাবি করেন, তার অনুরোধেই নাকি রাখি এত দিন তাদের বিয়ের কথা গোপন করেছিলেন।

আমিই ভালোবাসার স্কুলের অধ্যাপক ছিলাম

করোনার টিকা রপ্তানি নিষিদ্ধ করল ভারত