in ,

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৬, ১৭, ১৮ আগস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়েছে। বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে পরিচালক ড বাবুল ইসলাম জানান, করোনার সংক্রমণ ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষা তারিখ পিছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে নতুন সিদ্ধান্ত মোতাবেক এই ভর্তি পরীক্ষা ১৬, ১৭ ও ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন এই পরিচালক।

এর আগে, এবছর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৪,১৫ ও ১৬ জুন নেয়ার ঘোষণা দিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়।

লকডাউনের পর ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য বিএ/বিএসএস পরীক্ষা স্থগিত