in

শহীদ দিবস উপলক্ষে কাগমারী বীণাপাণি পাঠাগার ও সেবা সমিতি’র নানা আয়োজন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের প্রাচীন ঐতিহ্যেবাহী সংগঠন “কাগমারী বীণাপাণি পাঠাগার ও সেবা সমিতির উদ্যোগে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সারাদিনব্যাপী বই উৎসব, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানের আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল শহরের পাতুলীপাড়ায় “কাগমারী বীণাপাণি পাঠাগার ও সেবা সমিতি’র মাঠ প্রাঙ্গণে ২১ ফেব্রুয়ারী রবিবার সকাল থেকেই এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ভাষা শহীদদের নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তরুণ ইউসুফ, টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান, ইব্রাহিম খাঁ কলেজের অধ্যাপিকা রহিমা খাতুন,মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের অধ্যাপক দীপক পাল,ডাঃ ডি.কে দাশ,প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

১৫০০০ ফুট উচ্চতায় বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ, ভাঙ্গা টুকরো পড়লো বাড়ির উপর

৬ দফাসহ ফের ২৪ ঘণ্টার আলটিমেটাম