in , ,

শীতে করোনা কমা নিয়ে ড. বিজনের পূর্বাভাস ফলেছে

শীতের আবহাওয়া করোনা সংক্রমণের জন্য উপযোগী। তাই শীতকালে বিশ্বব্যাপী সংক্রমণ বৃদ্ধির শঙ্কা ছিল আগে থেকেই। সেই শঙ্কা বিশ্বের অনেক দেশেই বাস্তবে রূপ নিয়েছে। অনেক দেশেই শীতে করোনা সংক্রমণ বেড়ে গেছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় ব্যাপক হারে বেড়েছে সংক্রমণ। তবে সে তুলনায় বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়েনি। এমনকি ইউরোপ-আমেরিকায় আক্রান্তের হার যখন চূড়ায়, তখন বাংলাদেশে দিনে সংক্রমণ হাজারের নিচে নামছে।

‘বাংলাদেশে শীতকালে করোনা পরিস্থিতি খারাপ হবে না’-এই পূর্বাভাস জুলাই মাসেই দিয়েছিলেন সার্স ভাইরাস শনাক্ত করার কিট ও করোনাভাইরাস শনাক্তের ‘জি র্যাপিড ডট ব্লট’ কিটের উদ্ভাবক ড. বিজন কুমার শীল। সে সময় এ বিষয়ে তার ব্যাখ্যা ছিল, ‘বাংলাদেশে লকডাউন ভালোভাবে কার্যকর না হওয়ায় প্রচুর মানুষের মধ্যে এন্টিবডি এসেছে। শীত আসতে আসতে আরও অনেক মানুষের মধ্যে এন্টিবডি চলে আসবে। ফলে করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ার জায়গা পাবে না।’

ড. বিজন কুমার করোনা সংক্রমণের মধ্যে ৬ জুলাই জাগো নিউজের এক বিশেষ সাক্ষাৎকারে বলেছিলেন, ‘শীতের আগেই করোনা থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা আছে। মানে ওইরকম করোনা সংক্রমণ হবে না।

সেফুদার জমিতে হচ্ছে কলেজ

ডলার কিনে টাকার মান ধরে রাখল কেন্দ্রীয় ব্যাংক