in

সীমান্তে ভারতীয় নাগরিককে গুলি করে মারল নেপাল পুলিশ

সীমান্তে তিন বন্ধু নিজেদের মধ্যে তর্ক করার সময় আচমকা গুলি করে ভারতীয় এক নাগরিককে হত্যা করছে নেপালের পুলিশ। পুলিশের গুলিতে নিহত যুবকের নাম গোবিন্দ সিংহ (২৬)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক ভারতীয় নাগরিক।

বৃহস্পতিবার (০৪ মার্চ) গভীর রাতে নেপালের উত্তরপ্রদেশ সীমান্তে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পাঠান হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী ও সশস্ত্র জওয়ান।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে ভারতের পিলভিট জেলার পুলিশ সুপার জয়প্রকাশ বলেন, নেপাল সীমান্ত লাগোয়া উত্তরপ্রদেশের পিলভিটের হাজারা থানা এলাকার রাঘবপুরী টিলা নম্বর ৪ গ্রাম থেকে তিন বন্ধু গোবিন্দ সিংহ, গুরমিত সিংহ ও পাপ্পু সিংহ নেপালের বেলোরি বাজারে ব্যবসায়িক কাজের জন্য গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় কোনো বিষয় নিয়ে ওই তিনজনের মধ্য তর্ক শুরু হয়। তখনই নেপাল পুলিশ তাদের ওপর গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন গোবিন্দ। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। গোবিন্দর দুই সঙ্গীর মধ্যে একজন এখনও নিখোঁজ। অন্য জন প্রাণ নিয়ে ভারতে ফিরে আসেন।

এর আগেও নেপাল এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে। গত বছরের জুনে ভারত-নেপাল সীমান্তলাগোয়া বিহারের সীতামঢ়ী জেলার মাহোবা গ্রামের এক কৃষকের মৃত্যু হয় নেপাল পুলিশের গুলিতে। আহত হন আরও ৩ জন।

মমতার তৃণমূলে একঝাঁক তারকা

দক্ষিণ এশিয়ায় নতুন অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে বাংলাদেশ