in

সুনামগঞ্জের শাল্লায় সহিংসতার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সনাতন ধর্মবলাম্বীদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
আজ শনিবার (২০ মার্চ) সকাল ১১টায় স্থানীয় শ্রী শ্রী বড় কালী বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচীতে অংশগ্রহন করেন সনাতন ধর্মের বিভিন্ন সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ।

মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলার সভাপতি বাবু আনন্দ মোহন দে,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাসাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিখিল রতন সরকার, উদয় লাল গৌড়,সুভাষ চন্দ্র সরকার, সন্তোষ চন্দ,মিহির সরকার, মুকুল কুমার সাহা, যুব ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক আজয় সাহা, সদস্য সচিব গোপীনাথ সাহা,সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দুদের বাড়িঘরে যে হামলার ঘটনা ঘটেছে সেটি খুবই নেক্কারজনক এবং হতাশাজনক। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে এভাবে মৌলবাদীদের সন্ত্রাসী কার্যক্রম চলতে দেয়া হবে না।এ ধরনের ঘটনা বার বারই ঘটছে। একবার ঘটনা ঘটে গেলে চারপাশে হইচই পড়ে যায়। কিছুদিন গেলে পরিস্থিতি আবারো একই রূপ নেয়। চাপা পড়ে যায় সবকিছু। দোষীরা ছাড়া পেয়ে যায়”। পরিস্থিতি বদলাতে দেশের সচেতন নাগরিকদের একসঙ্গে কাজ করার তাগিদ দেন সবাই। সেই সঙ্গে সরকারকেও এ ব্যাপারে আরো কঠোর ভূমিকা নিতে হবে এবং অবিলম্বে শাল্লার হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের সঠিকভাবে পুনর্বাসনের দাবি জানান তারা।

৬ সমঝোতা স্মারক সই

টাঙ্গাইলের নাগরপুরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব