in ,

সু চির বিরুদ্ধে আরও একটি মামলা

মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে দ্বিতীয় মামলা দায়ের করেছে দেশটির সামরিক সরকার। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন ভঙ্গের অভিযোগে নতুন এ মামলা করা হয়েছে।

সু চির আইনজীবী খিন মং জ বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনের আওতায় অং সান সু চির বিরুদ্ধে আরেকটি অভিযোগ গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় কী সাজা হতে পারে তা জানায়নি জান্তা সরকার।

গত ১ ফেব্রুয়ারি সু চি সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। এরপর তার বাসায় তল্লাশি অভিযান চালিয়ে ওয়াকিটকি উদ্ধার করে সেনাবাহিনী। তখন সু চির বিরুদ্ধে দেশটির আমদানি-রপ্তানি আইনে মামলা করা হয়।

এদিকে মিয়ানমারের সামরিক বাহিনী মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) আবারও জানিয়েছে, তারা নির্বাচন আয়োজন এবং ক্ষমতা হস্তান্তর করবে। নির্বাচিত সরকারকে সরিয়ে দেয়া এবং নেতাদের গ্রেপ্তারকে অভ্যুত্থান হিসেবেও মানতে নারাজ সেনাবাহিনী। বরং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে তারা।

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী

খাবারে পুষ্টি দিবে রোগ থেকে মুক্তি