in ,

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘কিছুমিছু’ আয়োজিত গানের কলি খেলায় নীল দল চ্যাম্পিয়ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘কিছুমিছু’ আয়োজিত গানের কলি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাত ১০টায় নীল দল বনাম লাল দলের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে নীল দল।

বিজয়ী দলের দলনেতা বলেন, কিছুমিছু আয়োজিত গানের কলি খেলার প্রতিটি পর্বই ছিল অত্যন্ত উপভোগ্য। সবাই খুব ভালো পারফর্ম করেছে। আমাদের দলের সবাই যথেষ্ট আন্তরিক ছিল, এবং ভাগ্য আমাদের সাথে থাকায় আমরা আজ চ্যাম্পিয়ন হয়েছি। আয়োজকবৃন্দ, অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।


কিছুমিছু’র এই আয়োজনের নির্দেশনায় আছেন সাংস্কৃতিক এই প্ল্যাটফর্মের ফাউন্ডার ও এডমিন আনিস মোস্তফা, মডারেটর ইসরাত জাহান, এবং মডারেটর পামেলা ইসলাম।

গানের কলি খেলার এই আয়োজন নিয়ে কিছুমিছু গ্রুপের প্রতিষ্ঠাতা আনিস মোস্তফা বলেন, বাংলা গানকে আরো বিস্তৃত করে ছড়িয়ে দেয়ার জন্য আমাদের এই আয়োজন।সামনে এরকম আরো ভিন্নধর্মী কিছু করার ইচ্ছা পোষন করি। গানের কলি খেলা ২০২১ খুব ভালভাবে সম্পন্ন হয়েছে। সব দলের সদস্যগন,বিচারকগন এবং উপস্থাপক/ উপস্থাপিকাদের সহযোগিতায় এই আয়োজন সফল ভাবে সম্পন্ন হয়েছে।

মডারেটর ইসরাত জাহান বলেন, ফাইনালের দুই দলকে জানাই অনেক শুভেচ্ছা।প্রতিযোগি ছাড়া এই আয়োজন শূন্য। তাই প্রথমেই প্রতিযোগিদের অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি আয়োজন করায় সাহায্য করার জন্য।গানের কলিকে আরো ভিন্নভাবে সবার সামনে তুলে ধরতে চাই।অন্য এক মাত্রায় নিয়ে যেতে চাই গানের কলিকে

অনলাইনে এই ধরনের আয়োজন এটিই প্রথম। কিছুমিছু’র এই আয়োজনের বিভিন্ন পর্বে ইতিমধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তি বর্গ। কিছুমিছু’র এই আয়োজনে যোগ দিয়েছিলেন, খ্যাতিমান শিল্পী ফেরদৌস ওয়াহিদ, মাইলসের মানাম আহমেদ, ফিডব্যাক এর রোমেল খান, অবসকিউর এর সাইদুর রহমান টিপু, উইনিং ব্যান্ডের চন্দন, রবীন্দ্র সঙ্গীত শিল্পী পিযুশ বড়ুয়া এবং হার্টবিট এর পিন্টু গাফফার।

কিছুমিছু গানের কলির গঠিত কমিটিতে আছেন অজয় সাহা, ফিরোজ হোসেন ও জাহিদ হাসান সুমন।
তাছাড়া সাংস্কৃতিক উপদেস্টা হিসাবে আছেন পিন্টু গাফফার,শাহনাজ সিদ্দিকী নাজ,আশিক বিন খালেদ তমাল।

কিছুমিছু’র গানের কলির আয়োজনের স্পনসর করছে পাপারোমা রিসোর্ট। পাপারোমা রিসোর্টের কর্ণধান সাইফুর রহমান নিঝুম এধরনের আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এরকম আয়োজনে আমরা পাশে থাকবো।

উল্লেখ্য, ৭১ জন লেখক-লেখিকা নিয়ে এবারের অমর একুশে বই মেলায় উন্মাদ প্রকাশনী থেকে কিছুমিছু বের করেছে তাদের প্রথম বই। বইটির প্রকাশক আহসান হাবীব। সম্পাদক কিছুমিছু’র এডমিন আনিস মোস্তফা।প্রচ্ছদ সংযুক্তা মুমু। এবারের বই মেলার উন্মাদ প্রকাশনী স্টল নং ৮০০ তে বই’টি পাওয়া যাচ্ছে।

কিছুমিছু আয়োজিত অনুষ্ঠানগুলো তাদের ফেইসবুক পেইজ ইউটিউব চ্যানেল ও নিউজলাইনবিডি থেকে সরাসরি প্রচার করা হয়েছে।


কিছুমিছু গ্রুপের ফেইজ বুক লিংকঃ https://www.facebook.com/groups/kichumichu/?ref
কিছুমিছু’র ইউটিউব লিংকঃ https://m.youtube.com/channel/UCp31yDEJniNMUB8r37BjZNA

২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ স্বীকৃতি চেয়ে কুয়েত শাখা ছাত্রলীগের মানববন্ধন

সারাদেশে বিজিবি মোতায়েন