স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘কিছুমিছু’ আয়োজন করেছে গানের কলি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের। গানের কলির ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ২৬ মার্চ বাংলাদেশ সময় রাত ১০ টায়। অনুষ্ঠানটি কিছুমিছু’র ফেইসবুক পেইজ ও কিছুমিছু’র ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখার আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ।
অনলাইনে এই ধরনের আয়োজন এটিই প্রথম। কিছুমিছু’র এই আয়োজনের বিভিন্ন পর্বে ইতিমধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তি বর্গ। কিছুমিছু’র এই আয়োজনে যোগ দিয়েছিলেন, খ্যাতিমান শিল্পী ফেরদৌস ওয়াহিদ, মাইলসের মানাম আহমেদ, ফিডব্যাক এর রোমেল খান, অবসকিউর এর সাইদুর রহমান টিপু, উইনিং ব্যান্ডের চন্দন, রবীন্দ্র সঙ্গীত শিল্পী পিযুশ বড়ুয়া এবং হার্টবিট এর পিন্টু গাফফার। কিছুমিছু’র গানের কলির আয়োজনের স্পনসর করছে পাপারোমা রিসোর্ট।
কিছুমিছু’র এই আয়োজনের নির্দেশনায় আছেন সাংস্কৃতিক এই প্ল্যাটফর্মের ফাউন্ডার ও এডমিন আনিস মোস্তফা, মডারেটর ইসরাত জাহান, এবং মডারেটর পামেলা ইসলাম।
কিছুমিছু গ্রুপ প্রতিষ্ঠার বিষয়ে প্রতিষ্ঠাতা আনিস মোস্তফা বলেন, বাংলা ও বাংলাদেশের শিল্প-সংস্কৃতি বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়া ‘কিছুমিছু’র অন্যতম উদ্দেশ। এছাড়া দেশের মানুষের মধ্যেও আমাদের নানারূপ শিল্পের চর্চা বৃদ্ধি পাবে এই সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে।
মডারেটর ইসরাত জাহান বলেন, শিল্প-সংস্কৃতিকে কেন্দ্র করে এই প্ল্যাটফর্মটি এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। আমারা চাই সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে এই বিষয়গুলো খুব সহজে পৌঁছে দিতে।

উল্লেখ্য, ৭১ জন লেখক-লেখিকা নিয়ে এবারের অমর একুশে বই মেলায় উন্মাদ প্রকাশনী থেকে কিছুমিছু বের করেছে তাদের প্রথম বই। বইটির প্রকাশক আহসান হাবীব। সম্পাদক কিছুমিছু’র এডমিন আনিস মোস্তফা।প্রচ্ছদ সংযুক্তা মুমু। এবারের বই মেলার উন্মাদ প্রকাশনী স্টল নং ৮০০ তে বই’টি পাওয়া যাচ্ছে।
কিছুমিছু গ্রুপের ফেইজ বুক লিংকঃ https://www.facebook.com/groups/kichumichu/?ref=শেয়ার
কিছুমিছু’র ইউটিউব লিংকঃ https://m.youtube.com/channel/UCp31yDEJniNMUB8r37BjZNA