হেরোইন,মোটর সাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব। আজ শনিবার (২০ মার্চ) বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃত আসামী ১। মোঃ সোহেল (৩৭), পিতা- মৃত ফজলুল হক, সাং- নাগরপুর, থানা- নাগরপুর, জেলা- টাঙ্গাইল, বর্তমানে সাং-সনকা বরাইত, থানা- সাটুরিয়া, জেলা- মানিকগঞ্জ ২। মোঃ ছলিমুল্লাহ (৩৮) পিতা- মৃত নাজির মোল্লা, সাং-সনকা বরাইত, থানা- সাটুরিয়া, জেলা- মানিকগঞ্জদ্বয়’কে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন, ০২টি মোবাইল ফোন এবং ০২টি সিম কাড, ০১টি মোটর সাইকেল এবং নগদ ২০০০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করেন।
সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার নাগরপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। আসামীদ্বয় টাঙ্গাইল জেলার নাগরপুর থানা এলাকাসহ আশপাশ থানা এলাকায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য হেরোইন সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।